সারা বাংলা

রাজশাহীতে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

রাজশাহীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অনিক (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকার আবহাওয়া অফিসের সামনের সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। 

মারা যাওয়া অনিক পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার আনারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে অনিক আবহাওয়া অফিসের দিক থেকে চৌদ্দপাইয়ের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক অনিককে বহনকরা মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুত্ব আহত হন অনিক। পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়ালিফ হোসেন বলেন, ‍“আমরা দ্রুত আহত যুবককে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।”

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “দুর্ঘটনা ঘটেছে। মরদেহ মর্গে রাখা আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”