স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “যারা পরাজিত শক্তি, যারা ফ্যাসিবাদের সহযোগী ও গণমানুষের প্রতিপক্ষ একমাত্র তারাই গণভোটের বিরুদ্ধে দাঁড়াতে পারে। বাংলাদেশের জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।”
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ১০টার দিকে রংপুরে দুই দিনের সফরে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, “জুলাই বাংলাদেশকে মুক্ত করেছে। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটাতে যারা জীবন দিয়েছেন; তাদের চেতনাকে সামনে রেখে জুলাই সনদ তৈরি হয়েছে, সেই সনদের পক্ষে গণভোট। দেশের জনগণ শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে ‘হ্যাঁ’ ভোট দেবেন।”
জাতীয় সংসদ নির্বাচনেও সুষ্ঠু হবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।
এসময় রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসানসহ জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।