সারা বাংলা

আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিল সিরিয়াল কিলার সম্রাট 

হত্যা মামলায় গ্রেপ্তার সাভারের আলোচিত সিরিয়াল কিলার মশিউর রহমান সম্রাট ওরফে সবুজ শেখের অপরাধের বিষয় আরো বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সাভার মডেল থানার পরিদর্শক (ওসি- অপারেশন) হেলাল উদ্দিন জানিয়েছেন, সম্রাট আগেও বিভিন্ন অপরাধে একাধিক বার গ্রেপ্তার হয়েছে।

তিনি বলেন, “২০১৪ সালের ৫ মার্চ সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর শাপলা হাউজিংয়ে জেবায়ের ওরফে শাওন নামের এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। ওই হত্যার ঘটনায় সম্রাটকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তখন সে ‘টাইগার সম্রাট’ পরিচয় ব্যবহার করত এবং ঠিকানা ছিল— আরমানিটোলা, বংশাল।”

হেলাল উদ্দিন জানান, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি ও ২৬ এপ্রিল মাদক মামলায় সম্রাটকে দুইবার গ্রেপ্তার করা হয়। সে বিভিন্ন ঠিকানা ব্যবহার করত। বর্তমানে তার বিরুদ্ধে ৮টি মামলা চলছে। এসবের মধ্যে পুরনো এক হত্যা মামলা এবং দুটি মাদক মামলা আছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৪ জুলাই সাভার মডেল মসজিদের পাশে ৭৫ বছর বয়সী আসমা বেগমের লাশ উদ্ধার করা হয়। ওই বছরের ২৯ আগস্ট রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পাওয়া যায়। ১১ অক্টোবর রাতে একই কমিউনিটি সেন্টার থেকে অর্ধনগ্ন এক নারীর (৩০) ও ১৯ ডিসেম্বর থানার রোড় এলাকায় পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তবে, এই তিন নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সর্বশেষ, রবিবার (১৮ জানুয়ারি) সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে।