সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলওয়ে স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়েছে।

রেলওয়ের কর্মকর্তা ও স্থানীয়রা জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা ৩০ ওয়াগনের তেলবাহী ট্রেনটি আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে যাচ্ছিল। আমনুরা স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। লাইনের ওপর ট্রেনটি আটকে যাওয়ায় দুপুর ১টার দিকে আমনুরা থেকে রাজশাহীগামী লোকাল কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।

আমনুরা রেলওয়ে স্টেশনের মাস্টার হাসিবুল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ প্ল্যান্টগামী ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে লাইনচ্যুত হয়। এর ফলে নির্ধারিত সময়ে কমিউটার ট্রেন ছাড়া সম্ভব হয়নি। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ওয়াগন লাইনচ্যুতির সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দিয়েছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর এ রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ। ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।