প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক জেলা ফেনীতে আসছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
জেলা বিএনপির সূত্র জানায়, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মোট ১৩টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এসব আসনের সবগুলোতেই বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া, ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থানে নিহত আটজনের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কথাও রয়েছে বিএনপি চেয়ারম্যানের।
জনসভাকে কেন্দ্র করে শহর ও শহরতলির গুরুত্বপূর্ণ স্থানে ২০টি বড় পর্দা স্থাপন করা হয়েছে। শহরজুড়ে মাইকিং করা হয়েছে। কোন জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলের কোথায় অবস্থান নেবেন এবং যানবাহন কোথায় পার্কিং হবে সে বিষয়ে জেলা, থানা ও পৌর কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, “তারেক রহমানের জনসভা ফেনীর রাজনৈতিক সমাবেশের সব রেকর্ড ভেঙে দেবে। জনসভাটি সুশৃঙ্খলভাবে আয়োজনের পাশাপাশি ফেনীর বিভিন্ন সমস্যা ও জনগণের দাবি-দাওয়া তারেক রহমানের সামনে তুলে ধরা হবে।”
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “দীর্ঘদিন পর তারেক রহমানের ফেনী সফর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় উদ্যোগে শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।”
জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, “তারেক রহমানকে একনজর দেখতে লাখ লাখ মানুষের সমাগম হবে। সর্বোচ্চ শৃঙ্খলার মধ্য দিয়ে তাকে বরণ করতে আমরা প্রস্তুত।”
বিএনপির নেতারা জানান, তারেক রহমান শনিবার ঢাকা থেকে আকাশপথে চট্টগ্রাম পৌঁছাবেন। রবিবার সকালে চট্টগ্রাম পলোগ্রাউন্ডে নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার পর বিকেলে ফেনী ও কুমিল্লায় জনসভায় যোগ দেবেন। রাতে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুরে আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।