সারা বাংলা

গাজীপুরে জবাইয়ের জন্য রাখা ৫টি ঘোড়া উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি খামার থেকে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। পাশাপাশি জবাইয়ের জন্য রাখা পাঁচটি ঘোড়া জীবিত  উদ্ধার করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) মধ্যরাত ২টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাশক গ্রামের খামারে অভিযান চালায় পুলিশ। স্থানীয়রা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

স্থানীয় বাসিন্দা মাসুম মিয়া জানান, গভীর রাতে খামারটিতে সন্দেহজনক তৎপরতা দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ অভিযান চালালে সেখানে থাকা লোকজন পালিয়ে যান। পরে দেখা যায়, কয়েকটি ঘোড়া জবাই করা হয়েছে এবং আরো কিছু ঘোড়া জবাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাশক গ্রামের মো. জাহাঙ্গীরের মালিকানাধীন পরিত্যক্ত খামারটি খুলনা জেলার আনিসুর রহমান নামের এক ব্যক্তি মাসিক ২০ হাজার টাকায় ভাড়া নেন। ধারণা করা হচ্ছে, তিনিই ঘোড়াগুলো সেখানে এনে জবাই করতেন।

কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “কাপাসিয়া থানার ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। একই সঙ্গে পাঁচটি জীবিত ঘোড়া উদ্ধার করে স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে একজন ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে ঘোড়াগুলোর স্বাস্থ্য পরীক্ষা করেন।”

তিনি আরো বলেন, “দেশে ঘোড়া জবাই আইনত নিষিদ্ধ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ঘোড়াগুলো জবাইয়ের উদ্দেশ্যেই সেখানে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।।