সারা বাংলা

বরগুনা জেলা প্রশাসকের ওপর হামলার চেষ্টা, যুবক আটক

বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তারের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এঘটনায় জড়িত ইব্রাহিম খলিল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে ওই যুবককে আটক করে পুলিশ। তবে, এই ঘটনার কারণ এখনো জানা যায়নি। 

হামলা চেষ্টার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

অভিযুক্ত যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম রাইজিংবিডিকে বলেন, “ঘটনার সাথে সাথে ইব্রাহিম খলিলকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ। ইব্রাহিম খলিল বরগুনা সদরের বাঁশবুনিয়া এলাকার বাসিন্দা। হামলার কারণ সম্পর্কে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”