ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিলম্বিত ভোটের পাবনা-১ আসনের দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনে খায়রুন নাহার খানম ও মো. তাজুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) ইসির উপ-সচিব (আইন) ছানাউল্ল্যাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রিটার্নিং অফিসারের বাতিল আদেশের বিরুদ্ধে এই দুই প্রার্থী আপিল করেন। রবিবার নির্বাচন কমিশন শুনানি নিয়ে তাদের আপিল মঞ্জুর করেন। ফলে তাদের পাবনা-১ আসনের বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সীমানা জটিলতা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর গত ৯ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়। সেসময় নির্বাচন কমিশন জানায়, এতে ৩০০ আসনের পরিবর্তে ২৯৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৫ জানুয়ারি আপিল বিভাগের আরেকটি রায়ে এই দুই আসনের নির্বাচনের আইনি বাধা কাটে। এরপর নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণা করে।
নতুন তফসিল অনুযায়ী, শুধু এই দুই আসনে ১৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই করা হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ রাখা হয়। এসব আপিল নিষ্পত্তি করা হয় রবিবার।
এই দুই আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি।
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারই হবে। ফলে প্রচারের জন্য অপেক্ষাকৃত কম সময় পাবেন এই আসনের প্রার্থীরা।