জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরা যাবেন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে তার আগমনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা জামায়াত। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
তিনি জানান, জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার দুপুর ১২টায় শহরের আমতলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। সেখানে জেলার ৪টি আসনের জামায়াত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে জেলা নায়েবে আমির শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।