গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় অতর্কিতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টের মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা।
রবিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চান্দনা-চৌরাস্তার আউটপাড়া এলাকার কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে ছিনতাইয়ের শিকার হন হাবিবুর রহমান নামে মানি কালেক্টর।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি সম্পর্কে রাইজিংবিডি ডটকমকে তথ্য দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুষ্কৃতিকারী ককটেল ফাঁটিয়ে হাবিবুর রহমানের কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট শাখার কয়েকজন জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার একটি ডাচ বাংলা এজেন্ট শাখা থেকে চান্দনা-চৌরাস্তার মূল শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২৫ লাখ টাকা বহন করছিলেন মানি কালেক্টর হাবিবুর রহমান। এ সময় দুষ্কৃতকারীরা ককটেলের ফাঁটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তার কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ওসির দেওয়া তথ্য অনুযায়ী, টাকা নিয়ে ডাচ বাংলা ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও তার সহকারী সোহরাব। তাদের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে তথ্য জোগাড় করেছে। ওই চক্রকে ধরতে কাজ চলমান রয়েছে।