সিরাজগঞ্জ সদর উপজেলার একটি হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত হাত ধোয়ার বেসিনের দেয়ালের নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিব শেখের মেয়ে সুমি (২)। আহত শিশুর নাম সানজিদা (৩)।
স্থানীয়রা জানায়, কোভিড-১৯ মোকাবিলা করতে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করে। প্রতিদিনই ওই এলাকায় শিশুরা খেলাধুলা করে। রবিবার বেসিনের ওপর শিশুরা উঠে খেলছিল। এসময় বেসিনটি দেয়ালসহ হঠাৎ ধসে পড়ে। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং সানজিদা নামে আরেক শিশু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মারা যাওয়া শিশুদের পরিবার আইনানুগ কোনো ব্যবস্থা নিতে চাইলে অবশ্যই সহযোগিতা করা হবে।