গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনে কাটা পড়ে মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে তারা আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি।”
মারা যাওয়ারা হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হোসেনের মেয়ে হাফেজা খাতুন মালা (৩৫)। মারা যাওয়া দুই শিশু হাফিজা খাতুনের সন্তান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের মোবাইল রেলগেট এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে হাফিজা খাতুন তার দুই শিশু সন্তানকে নিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় সামনের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেন আসছিল। ট্রেন কাছাকাছি আসলে গেটম্যান ও প্রত্যক্ষদর্শীরা তাদের সরে যেতে বলেন। কিন্তু তারা শোনেননি। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলেই জানতে পেরেছি। তদন্তে বিস্তারিত জানা যাবে।”