জামায়াতকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘‘তারা এখন যে নিয়মনীতি চালু করতে চান, তা আমেরিকার নীতির অনুসরণে। এসব নীতিতে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়; বরং এটি সম্পূর্ণ ধোঁকাবাজি।’’
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শেরপুরের শ্রীবরদী নতুন বাসস্ট্যান্ড মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘‘গণঅভ্যুত্থানের পর দেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটিকে ইসলামের একটি বাক্স হিসেবে দেখেছিলাম। বর্তমানে তারা আলাদা হয়ে গেছে। কারণ সেই বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে।’’
‘‘আমরা যে কারণে একসঙ্গে ছিলাম, সেই কারণেই আজ সেখান থেকে বেরিয়ে এসেছি।’’- যোগ করেন রেজাউল করীম।