বন্দর নগরী চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহার করা দেশের শীর্ষস্থানীয় দুটি শিল্প কারখানা পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএম স্টিল এবং পাহাড়তলী টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। এই সময় তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি আমেরিকান পণ্যের উৎকৃষ্ট মান, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা তুলে ধরেন। একইসঙ্গে তিনি বাণিজ্য ও পরিবহন খাতে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করেন।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের পণ্য শুধু গুণগত মানেই এগিয়ে নয়, শিল্প উৎপাদনে দক্ষতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’’ তিনি উল্লেখ করেন, ‘‘সময়মতো সরবরাহ এবং টেকসই প্রযুক্তি নিশ্চিত করা হলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী হবে।’’
পরিদর্শনকালে তিনি কারখানা দুটির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে শিল্পখাতের দ্রুত অগ্রগতিতে আমেরিকান উদ্ভাবন ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি জানান, উন্নত যন্ত্রপাতি, কাঁচামাল এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জন করছে।