বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনি ক্যাম্পে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির সমর্থকদের দায়ী করে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এ বিষয়ে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কিচক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মোফাজ্জল হোসাইন।
তিনি বলেছেন, “গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের উত্তর বেলাইল গ্রামে জামায়াতের নির্বাচনি কার্যালয়ে হামলা চালানো হয়। বিএনপি সমর্থিত ব্যক্তি ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা এ হামলায় অংশ নেয়। এতে কিচক ইউনিয়ন জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. শাহজালাল এবং কর্মী রফিকুল ইসলাম ও আবু তাহের আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।”
মো. মোফাজ্জল হোসাইন অভিযোগ করেন, রাতেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত মামলা রেকর্ড কিংবা অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। এতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।” তিনি স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিবগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা আলমগীর হোসাইনসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেছেন, “অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে মামলা রুজু করার মতো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। অভিযোগে প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়গুলো উল্লেখ করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে, আইনগত প্রক্রিয়া চলছে।”