যারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছে, তারা আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলটির ফেনী-১ আসনের অ্যাম্বাসেডর এহসানুল মাহবুব জোবায়ের।
তিনি বলেন, “আমরা যখন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার জন্য কথা বলছি, তখন একটি দলের তৃণমূলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ফেনীর ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের জগতপুর এলাকায় উঠোন বৈঠকে এসব কথা বলেন এহসানুল মাহবুব জোবায়ের।
তিনি বলেন, “আমরা দেখেছি, ঐকমত্য কমিশনে একটি দল বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া সেটাকে তারা বার বার বাধাগ্রস্ত করেছে। আমরা যখন ঐকমত্য কমিশনে বিভিন্ন বিষয়ের ওপর সংস্কারের দাবি জানিয়েছি, তারা সেখানে নোট অব ডিসেন্ট দিয়ে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।”
এহসানুল মাহবুব জোবায়ের আরো বলেন, “আমরা দেখেছি, আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে দিনে-দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সকল ধরনের অন্যায়, গুম-খুনের বিচার নিশ্চিত করতে চাই। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা গণভোটে ‘হ্যাঁ’ দিবেন। নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা ১১ দলীয় জোট করেছি।”
উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। জামায়াতে ইসলামীর ফুলগাজী উপজেলা শাখার আমির জামাল উদ্দিন চৌধুরী, নায়েবে আমির আবুল হোসেন মিয়াজী, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামিমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।