ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসায় আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে একজন জাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ইসলামনগর এলাকার আবদুর রহমানের মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, আগুন লাগার খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসতে রওনা দেয়। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন পথিমধ্যে এমন সংবাদ পেয়ে তারা ফিরে যান । পরে ঘটনাস্থলে আসে পুলিশ।
তারা জানান, রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে। দগ্ধ চারজনকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যে বাড়ির মালিক আবদুর রহমানের দুই ছেলে দগ্ধ হয়েছেন। তারা হলেন- আব্দুস সোবহান রায়হান (৩০) এবং আব্দুর রাহাত (২৭)। অন্য দুইজন হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম রনি (২৭) এবং হাসিনুর রহমান (২৮)।
আশুলিয়ার জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, “গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিল। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।”
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, “চারজন দগ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।”