বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন কমিটির সদস্য সচিব মনিরা শারমিন বলেছেন, “ইপিজেড ও কার্ডের লোভ এখন আর জনগণ খাবে না।”
বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন। পথসভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মনিরা শারমিন বলেন, “আমরা দেখেছি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় এসে ইপিজেড করার ঘোষণা দিয়েছেন। কুমিল্লায় দুই হাজার সাল থেকে ইপিজেড রয়েছে। জনাব তারেক রহমান আপনাকে বলব, আপনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, আপনি দেশ নিয়ে একটু পড়ালেখা করেন। কোথায় কি আছে, ভৌগলিক অবস্থান কি সেটা একটু খোঁজ নিয়ে প্রতিশ্রুতি দেন।”
তিনি বলেন, “একটা দল সারা বাংলাদেশে নারীদের ওপর হামলা করছে। নারীরা ভোট চাইতে বাড়িতে গেলে সেই বিশেষ দলের সদস্যরা নারীদের হেনস্তা করছে।”
ভোটারদের উদ্দেশে এনসিপির এই নেত্রী বলেন, “আপনাদের বলব, কোনো নারী হেনস্তাকারীদের সংসদে পাঠাবেন না। কোনো ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন না। চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত দেবীদ্বার গড়তে শাপলা কলিতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”