সারা বাংলা

এনসিপি মনোনীত ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর হলেন আসাদুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারণার জন্য জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া প্রতিটি আসনে একজন করে অ্যাম্বাসেডর নিয়োগের ঘোষণা দিয়েছেন। 

ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদের ৬৯, পাবনা-২ (সুজানগর, বেড়ার আংশিক) আসনের অ্যাম্বাসেডর মনোনীত করা হয়েছে লেখক, সাংবাদিক, উপস্থাপক ও তরুণ রাজনীতিবিদ মুহাম্মাদ আসাদুল্লাহকে। তিনি এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিরও দায়িত্ব পালন করছেন। আজ দলটির গণভোট বিষয়ক উপকমিটির প্রধান ফরিদুল হক এ ঘোষণা দেন। 

এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত মুহাম্মাদ আসাদুল্লাহ পাবনা-২ আসনে গণভোটে ‘হ্যাঁ’ -এর পক্ষে প্রচারণা চালাবেন। 

অ্যাম্বাসেডর মনোনীত হওয়ার খবরে তিনি বলেন, “এবারের গণভোট আমাদের জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আগামী একশ বছর কোন পথে চলবে তা নির্ধারিত হবে গণভোটের মাধ্যমে। দেশে অতীতের জনগণ ঠকানোর রাজনীতিই চলবে নাকি নতুন রাজনৈতিক সম্মৃদ্ধির পথে হাঁটবে তা নির্ধারণ হবে। আমাকে ঐতিহাসিক এই গণভোটের অ্যাম্বাসেডর মনোনীত করায় দলের ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা।” 

মুহাম্মাদ আসাদুল্লাহ বলেন, “আশাকরি পাবনা-২ আসনের সর্বস্তরের জনগণকে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হওয়ার সুফল বোঝাতে পারব এবং আমার আসনে বিপুল ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হবে।”

মুহাম্মাদ আসাদুল্লাহ ১৫ বছর ধরে লেখালেখি ও সাংবাদিকতায় যুক্ত আছেন। এরইমধ্যে তিনি সাতটি বই লিখেছেন যার চারটি গল্পগ্রন্থ ও তিনটি উপন্যাস। তার লেখায় জনমানুষের বেদনা, রাজনীতি ও সমাজ সচেতনতার কথা ফুটে ওঠে। গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়াশোনা করে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। কাজ করেছেন চ্যানেল আই, দেশ রূপান্তর, বণিক বার্তা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক আমার দেশের মতো প্রতিষ্ঠানে। এছাড়া বাংলাদেশ বেতারে টকশো উপস্থাপনায় যুক্ত আছেন। 

ছাত্রজনতার ডাকে জুলাই অভ্যুত্থানে সরাসরি অংশ নেওয়ার পাশাপাশি দুহাতে লিখতে থাকেন সামাজিক মাধ্যমে। তার লেখালেখি আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথাম সারির জুলাই যোদ্ধাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপির প্রতিষ্ঠাকাল থেকে দলটির সঙ্গে আছেন। 

এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন শুরু থেকেই। লেখক, সাংবাদিক, শিল্পমনা, ক্রীড়াপ্রেমী, সমাজসংস্কারক ও মিশুক মানুষ হিসেবে তিনি পাবনাসহ সারাদেশে বেশ জনপ্রিয়।