ঝিনাইদহের শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে নূর আলী ও বাদশার। বৃহস্পতিবার সকালে নূর আলী ও বাদশার লোকজন জমি দখল নিতে গেলে শহিদুল মাস্টারের পক্ষের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জানান। এতে অন্তত ২০ জন আহত হন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্ল্যা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।