সারা বাংলা

রাজশাহীর সমাবেশ মঞ্চে তারেক রহমান

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি সমাবেশ মঞ্চে পৌঁছান তিনি।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় রাজশাহীতে এসে তিনি হজরত শাহ মখদুম (রহ.) মাজার জিয়ারত করেন।

এদিন, সকাল থেকে রাজশাহীসহ নাটোর ও চাঁপাইনবাগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। তাদের উৎসব মুখর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে মাদ্রাসা মাঠ। দুপুর ১টা ৫৫ মিনিটে লাল-সবুজ রঙের বাসে তারেক রহমান সমাবেলস্থলে পৌঁছান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা স্লোগানে দিয়ে তাকে বরণ করে নেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন উর রশিদ বলেন, “তারেক রহমানকে মর্যাদার সঙ্গে বরণ করা হবে। বিএনপির ঘাঁটি রাজশাহী। মানুষের শক্তি বিশ্ববাসীকে দেখানো হবে। এমন সমাবেশ হবে যেন সবাই ধানের শীষে ভোট দেন। প্রত্যেক অঙ্গ সংগঠন স্লোগানের মাধ্যমে সমাবেশস্থল উত্তাল করবে। এই জনসভার মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারির ভোটের মাঠের অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে।”