গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া, মোনাজাত ও প্রার্থনার মাধ্যমে গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া উপজেলায় নির্বাচনি প্রচার শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মারুফ শেখ এবং স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রবেশ করতে চাইলে অনুমতি না পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মারুফ শেখ গেটের বাইরে অবস্থান করেন। পরে সেখানেই দাঁড়িয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এছাড়া, স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকও বঙ্গবন্ধুর সমাধি সৌধের ভেতরে প্রবেশের অনুমতি না পাওয়ায় গেটের সামনেই দাঁড়িয়ে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মারুফ শেখ বলেন, “যারা স্বাধীনতার জন্য অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি যেহেতু আজ টুঙ্গিপাড়া উপজেলায় নির্বাচনি প্রচার চালাচ্ছি, তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেছি। এটাই প্রমাণ করতে চেয়েছি; আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা করি না। দেশ ও রাজনীতির জন্য যাদের অবদান থাকবে তারা সারা জীবন মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। টুঙ্গিপাড়ার মানুষ স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন। ওনাদের অবদান এই বাংলাদেশের জন্য চিরদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন মুক্তিযোদ্ধাদের অবদান থাকবে। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের অবদান আমাদের স্মরণীয় করে রাখতে হবে।”
স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল দর্শন করা আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন। এটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, বরং সমগ্র বাঙালি জাতির আবেগ, বিশ্বাস ও প্রার্থনার কেন্দ্রস্থল। যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা সংস্কৃতি ধারণ করে; প্রত্যেকেরই এখানে এসে শ্রদ্ধা জানানো ও দোয়া করার ইচ্ছা থাকে। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু না থাকলে আজ যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিব, সেনাবাহিনী প্রধান, নৌ ও বিমান বাহিনী প্রধান হচ্ছেন; তাদের কেউই এই অবস্থানে আসতে পারতেন না। এমনকি আমরা অনেকেই ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়ার সুযোগ পেতাম না।”
তিনি আরো বলেন, “বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশ এবং সমগ্র বাংলাদেশই বঙ্গবন্ধুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচন করেছেন। সংসদ নির্বাচনে দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ অংশ নিতে পারেন। ভোট দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ জনগণের সিদ্ধান্ত। বিএনপির প্রার্থী একেক সময় একেক বক্তব্য দিয়ে ভোটারদের নিরুৎসাহিত করছেন। কখনো হাতপাখার প্রার্থী, কখনো অন্য প্রার্থীদের বিরুদ্ধে কথা বলছেন।”
সমাধিস্থলে প্রবেশ প্রসঙ্গে তিনি জানান, দায়িত্বরত পুলিশ সদস্যরা অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের অনুমতির কথা জানান। পরে অফিসার ইনচার্জ (ওসি) সাহেবের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে সমাধিস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে গেটের বাইরেই দাঁড়িয়ে প্রার্থনা করা হয়।