সারা বাংলা

গৌরীপুরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে, তার নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকার মেসার্স তাসনিম ফিলিং স্টেশনের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে গৌরীপুরগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর এক অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়। আহত হন ৪ জন। 

গৌরীপুর থানার ওসি কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।