সারা বাংলা

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশ আবার পরাধীন হবে: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, “গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশের মানুষ আবারও পাকিস্তানি আধিপত্যবাদী শক্তির গোলামে পরিণত হবে। এতে নির্বাচিত সরকারের ক্ষমতা কুক্ষিগত হবে জামায়াত, এনসিপি ও অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। ‘না’ ভোটের মাধ্যমেই দেশ বাঁচবে এবং প্রকৃত মুক্তি মিলবে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর শহরে নিজ বাসভবন স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জিএম কাদের বলেছেন, “গণভোটের দোহাই দিয়ে সংস্কারের নামে মুলা ঝুলিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। এর ফলে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিসর্জন দিয়ে দেশ শাসনের নামে সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের বিস্তার ঘটতে পারে।”

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শ্রেষ্ঠ নির্বাচনের কথা বললেও পরিবেশ দেখে বোঝা যায়, এবারের নির্বাচন দেশের ইতিহাসে একটি খারাপ নির্বাচন হতে যাচ্ছে। শেষ সময় এসেও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। জাতীয় পার্টির প্রার্থী ও ভোটারদের এখনো ভীতি প্রদর্শন করা হচ্ছে। জাপার তিনজন প্রার্থীকে অন্যায়ভাবে জেলে নেওয়া হয়েছে। অন্যদিকে, ভোটের মাঠে সর্বোচ্চ সুবিধা ভোগ করছে জামায়াত ও বিএনপি। তবে, বড় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে ভোটের বাইরে রেখে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। যেমনটি করা হয়েছিল আওয়ামী লীগের সময় বিএনপিকে বাহিরে রেখে ভোট আয়োজন করে।”

ভোটের মাঠে নানা বাধা সত্ত্বেও জাতীয় পার্টির পক্ষে সর্বত্র গণজোয়ার বইছে, দাবি করে দলটির চেয়ারম্যান বলেন, “জনগণই শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে যদি ভোটের পরিবেশ সমতল থাকে। অতীতের চেয়ে এবার জাতীয় পার্টির প্রতি মানুষের সমর্থন বেড়েছে।” নিজের আসনে নিরঙ্কুশ বিজয়ের আশা ব্যক্ত করেছেন জিএম কাদের।

জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে খ্যাত রংপুর-৩ (সদর উপজেলা) আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন জিএম কাদের। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলন ও তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থীসহ আটজন। স্বাধীনতার পর থেকে আসনটি দখলে রেখেছিলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদসহ জাতীয় পার্টির প্রার্থীরা।