সারা বাংলা

টেকনাফের পাহাড়ে দফায় দফায় গোলাগুলি, স্থানীয়রা আতঙ্কে

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকায় দফায় দফায় গোলাগুলি শব্দ শুনেছেন স্থানীয়রা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুমপাড়া পাহাড়ি এলাকায় গোলাগুলি হয়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস বলেন, ‘‘জুমপাড়া এলাকার পূর্ব পাহাড়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।’’ 

স্থানীয়রা জানায়, পাহাড়ি এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলিবিনিময় হয়। এর আগের দিন বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায়ও একই এলাকায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

এলাকাবাসী জানান, পাহাড়ি অঞ্চলে অপহরণকারী ও মানব পাচার চক্রের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই এমন সংঘর্ষ হচ্ছে। 

পরপর দুই দিন গোলাগুলির ঘটনায় জুমপাড়া ও আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতার কারণে সন্ধ্যার পর অনেকে ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছে না।

মারিশবুনিয়া এলাকার আলতাফ হোসেন বলেন, ‘‘পাহাড়কেন্দ্রিক সন্ত্রাসীদের কারণে আমাদের স্বাভাবিক জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। সন্ধ্যার আগে বাড়ি চলে আসতে হয়। সবসময় মনে আতঙ্ক বিরাজ করে, কখন না জানি কী হয়ে যায়। আমরা শান্তি চাই।’’ 

এ বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্জয় বিশ্বাস বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’’