হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ তিনটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর এলাকায় বাঁশবাগানের ভেতর এয়ারগান পাওয়ার সম্ভাবনা আছে। র্যাবের আভিযানিক দলটি সেখানে গিয়ে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় পাটের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি এয়ারগান এবং প্লাস্টিকের কৌটার ভেতর থেকে ৯২টি সিসার পিলেট উদ্ধার করে। তবে, এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এসব এয়ারগান ও সিসার পিলেট দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা ছিল বলে মনে করছেন র্যাবের কর্মকর্তারা। আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে উদ্ধার করা অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।