সারা বাংলা

রংপুরে প্রস্তুত তারেক রহমানের সভা মঞ্চ, আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

দুই দশক পর বিভাগীয় নগরী রংপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ ময়দানে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। মাঠ ও নগরীর সড়কজুড়ে লাগানো হয়েছে কয়েকশ মাইক। এরই মধ্যে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় সমাবেশ স্থল ঘুরে দেখা গেছে, জনে জনে আসছেন তৃণমূলের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল প্রবেশ করছে কালেক্টরেট ঈদগাহ ময়দানে। 

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা থেকে আসা বিএনপি কর্মী আব্দুস সালাম বলেন, “আজ ভোরে অনেক ঠান্ডা ছিল। শীতকে উপক্ষা করে আমরা কয়েকজন ভোরেই চলে এসেছি প্রিয় নেতাকে সরাসরি একনজর দেখতে।” এই কর্মীর দাবি, দুপুরের মধ্যেই এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে মানুষে।

কুড়িগ্রাম থেকে আসা রফিকুল ইসলাম বলেন, “বিকেল পৌনে ৫টায় এই মাঠে আসবেন তারেক রহমান। আজ যেহেতু শুক্রবার, তাই নামাজের পরেই লাখ লাখ লোক এই মাঠে আসবেন। সামনের কাতারে জায়গা মিলবে না বলেই আমরা সকালেই চলে এসেছি।”

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বলেন, “২০ বছর পর রংপুরে আসছেন তারেক রহমান। স্বল্প সময়ের মধ্যেই রংপুর কালেক্টরেট মাঠ ছাপিয়ে পুরো নগরীজুড়ে লাখ লাখ মানুষের সমাগম হবে। নির্বাচনের আগে দলের চেয়ারম্যানের এই আগমন ভোটের মাঠে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছি।” 

এদিকে, তারেক রহমানের এই নির্বাচনি সমাবেশ ঘিরে বৃহস্পতিবার থেকেই জনসভাস্থল দফায় দফায় পরিদর্শন করছেন মহানগর পুলিশ ও বিজিবির সদস্যরা।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ বলেন, “তারেক রহমানের নির্বাচনি সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একজন রাজনৈতিক দলের প্রধান হিসেবে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তা গ্রহণ করেছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশ স্থলে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ চারপাশে পুলিশি টহল জোরদার করা হয়েছে।” 

তারেক রহমান আজ বিকেল পৌনে ৪টায় প্রথমে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সড়ক পথে যোগ দেবেন রংপুর বিভাগীয় নগরীর এই নির্বাচনি সমাবেশে। দীর্ঘ দুই দশক পর রংপুরের সফরে তারেক রহমানের এই আগমনকে ঘিরে যেন উচ্ছাসিত সর্বস্তরের নেতাকর্মীরা। জনসভা মঞ্চেই উত্তরের ৩৩টি আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।