ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনের ১০ জন সংসদ সদস্য পদপ্রার্থী এক মঞ্চে জনগণের মুখোমুখি হয়ে এ জেলার সার্বিক উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। রাস্তা-ঘাটের উন্নয়ন, বিদ্যুতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, পর্যটনের বিকাশ, নারী ক্ষমতায়ন এবং মাদক নিয়ন্ত্রণ—এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন তারা।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি টাউন হলের সামনে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানসহ অন্য প্রার্থীরা।
নির্বাচিত হলে খাগড়াছড়ির অবকাঠামোগত উন্নয়ন, পাহাড়ি অঞ্চলের সমস্যা সমাধান, শিক্ষার মানোন্নয়ন এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন সব প্রার্থী।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত থেকে প্রার্থীদের কাছে নিজেদের প্রশ্ন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থীরা জনগণের প্রশ্নের সরাসরি উত্তর দেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন বাস্তবায়নের আশ্বাস দেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা এ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।