ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশ কি বার বার দুর্নীতির চক্রেই আবদ্ধ থাকবে, নাকি এই অবস্থা থেকে পরিত্রাণ চাইবে; এই প্রশ্নের মুখে আজ জাতি দাঁড়িয়ে আছে। দুর্নীতি থেকে মুক্ত থাকার একমাত্র রাজনৈতিক শক্তি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতীক হাতপাখা।
শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর গাজীপুরের কোনাবাড়ি কলেজ মাঠে গাজীপুর-১ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা জি.এম. রুহুল আমীনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ রেজাউল করিম বলেন, “৫৪ বছর ধরে মানুষ যে নীতি আর্দশে চলছিল৷ সেই নীতি আর্দশে কারণে এদেশের মানুষ যা চেয়েছিল তা পায় নাই। এদের স্বাধীন হয়েছিল লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। তাদের মূল তিনটি স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু, বাস্তবে যারা দেশ পরিচালনা করেছিল তারা এগুলো একটাও বাস্তবায়ন করেনি। আমরা বাস্তবায়ন হতে দেখেনি বরঞ্চ একবার দুইবার নয় তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ৫ বার দুর্নীতিতে ফাস্ট বানিয়ে ছিল। আমরা এদের দেশ পরিচালনায় দেখেছি হাজার হাজার মা-বোনের কোল খালি হতে। রাস্তায় নামার পর মানুষ গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যেত। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে, বেগমপাড়া তৈরি করেছে।”
তিনি আরো বলেন, “আপনারা জানেন বাংলাদেশে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গড়ার একটি সুন্দর সময় এসেছে। এই সুযোগে যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের আফসোস করতে হবে। আপনারা জানেন বাংলাদেশে এখন যারা নির্বাচন করছে, একটা হলো বৃহৎ বিএনপি'র সাথে জোটবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে। আরেকটি উল্লেখযোগ্য দল হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট। এই যে দুটি জোটের কথা আমি বললাম, এই জোটেরা লোকেরা কি বলেছ ইসলাম অনুযায়ী রাস্ট্র পরিচালনা করব? বরঞ্চ তারা কি বলে, বিএনপি আগে পরে যা বলে এখনই তাই বলছে। আর বর্তমানে জামাতের নেতৃত্বে যে জোট হয়েছে তারা পরিষ্কার করে বলেছে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করে অন্যায়কে দূর করে ইনসাফ প্রতিষ্ঠাতা করা অবাস্তব।”