সারা বাংলা

২ ফেব্রুয়ারি কক্সবাজার যাবেন জামায়াতের আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও জোটের প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারের জন্য আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজারে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

জামায়াত আমিরের কক্সবাজার সফর ও জনসভা সফল করতে শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে জামায়াতের জেলা কার্যালয়ে প্রস্তুতি সভা করেছেন ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর নেতারা।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কক্সবাজার জেলার সাবেক আমির মাওলানা মোস্তাফিজুর রহমান। 

সভায় জানানো হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে (বাহারছড়া গোলচত্বর) জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান। এ জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি ও দায়িত্ব বণ্টনসহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় প্রস্তুতি সভায়।

সভায় জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন শরিক দলগুলোর নেতারা।

জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, জাতীয় নাগরিক পার্টির কক্সবাজার জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক, এলডিপির কক্সবাজার জেলা সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি মাওলানা আবু মুসা, সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জে এইচ এম ইউনুছ প্রমুখ।

কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ ১১ দলীয় জোটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও প্রস্তুতি সভায় অংশ নেন।