কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের ন্যায্য দাবি ও অধিকার রক্ষায় বিএনপি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় বিষয়গুলো নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত ও বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) পেকুয়া সদর ইউনিয়নের বিশ্বাসপাড়ায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে বসবাসরত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির দায়িত্ব। সনাতন ধর্মাবলম্বীদের যেসব ন্যায্য দাবি রয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করা হবে এবং বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই এ দেশের নাগরিক। কোনো সম্প্রদায় যেন বঞ্চিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। জাতীয়তাবাদী শক্তির শাসনে সব সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা পাবে।
নারী ক্ষমতায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি নারীদের রাজনৈতিক অংশগ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সংসদের ৫০টি সংরক্ষিত আসনের পাশাপাশি সরাসরি নির্বাচনের মাধ্যমেও উল্লেখযোগ্যসংখ্যক নারীকে মনোনয়ন দিয়ে থাকে দলটি।
তিনি বলেন, ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে আন্তরিক নয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।