পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ধরধরা গ্রামে পঞ্চগড়-ঢাকা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে এলাকাবাসী রেললাইনের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে (জিআরপি) পুলিশকে খবর দেয়। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি।
পঞ্চগড়ের বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, “নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। যেহেতু রেল কর্তৃপক্ষের অভ্যন্তরীণ ঘটনা, তাই তারা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।”