কুষ্টিয়ার খোকসায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাজা ককটেল ও সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শোমসপুর ইউনিয়নের পশ্চিম রেলপাড়া এলাকার ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বরইচারা রঘুনাথপুর গ্রামের ওসমানের ছেলে হাসান (৩৫) ও রাজনাথপুর গ্রামের শাহজাহানের ছেলে রাজীব (৪০)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি বাড়িতে কয়েকজন যুবক ককটেল তৈরি করছেন। পরে অভিযান চালিয়ে তিনটি তাজা ককটেল, ককটেল তৈরির লাল টেপসহ সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়।
খোকসা থানার ওসি মোতালেব হোসেন বলেন, তিনটি ককটেল ও সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে নাশকতার জন্য এসব ককটেল তৈরি হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।