গাইবান্ধায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসচেতনতা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৌর পার্কের শহিদ স্মৃতিস্তম্ভের সামনে ‘জুলাই গণভোট ঐক্য প্যানেলের ব্যানারে’ সর্বদলীয় ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, জুলাই গণভোট ঐক্য প্যানেলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মুখপাত্র কাজল রেখা, সদস্য সচিব শরিফুল ইসলাম আকাশ, সংগঠন মঞ্জুরুল হক সাচ্ছা, বাংলাদেশ খেলাফত মজলিসের গাইবান্ধা জেলার উপদেষ্টা মুফতি মানছুর, সভাপতি মুফতি ইউসুফ কাশেমী, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান মামুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জনতার দলের জেলার সভাপতি মঞ্জুরুল হক সাচ্ছা, সদর জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম মন্ডল, জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস রুম্মান প্রমুখ।
বক্তারা গণভোটের পদ্ধতি ও ভোটদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটে অংশগ্রহণের মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারবে। জনসাধারণের মাঝে ‘হ্যাঁ’ ভোটের কার্যকারিতা নিয়ে সচেতনতা তৈরি করতে হবে। আগামী ১২ তারিখে সকল ভোটার যাতে ‘হ্যাঁ’ ভোট দিতে পারেন, এ জন্য সবাইকে নির্ভয়ে ও সচেতনভাবে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তব্য শেষে নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ করেন। জেলার সাত উপজেলায় পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে।