উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা দেওয়ার প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল ব্লকেড পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জয়দেবপুর-শিমুলতলী রুটের মাঝির খোলা এলাকায় রেল লাইন অবরোধ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। তারা ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন আটকে দেন৷
সম্প্রতি উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা দেওয়া হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীরা এর বিরোধিতা করছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে বিক্ষোভের ডাক দেওয়া হয়। গতকাল শুক্রবার তারা গাজীপুরের শিববাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে তারা রেললাইন অবরোধের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন৷
ডিপ্লোমা প্রকৌশলীরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতি কোনো কার্যকর সমাধান নয়। বিতর্কিত কমিটি বিলুপ্ত না হলে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে।
তারা দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সার্কুলারের বিরুদ্ধে দায়ের করা রিটের দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুন্না বণিক বলেছেন, বিকেল সোয়া ৪টার দিকে ট্রেন আটকিয়ে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা৷ এর পর থেকে ট্রেন চলাচল বন্ধ আছে।