দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিএনপির সাত নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ওয়াহিদ মিয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলার স্নানঘাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হক, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আহসান খাঁন, সহ-সাধারণ সম্পাদক ও স্নানঘাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক সেলিম মিয়া সেলু, ৩নং ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, ১নং ওয়ার্ড কমিটির সদস্য খালেদ চৌধুরী ও ২নং পুটিজুরী ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি কবির মিয়া।
উপজেলা বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।