সারা বাংলা

শামুকের শ্লেষ্মায় ফেসিয়াল, কমবে বয়স

লাইফস্টাইল ডেস্ক : চোখ বন্ধ করে একবার ভাবুন, আপনার মুখের উপর ৩টা শামুক ছেড়ে দেওয়া হয়েছে। আঠালো শরীর নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আপনার সারা মুখে। প্রায় ২০ মিনিট ধরে এমন চলছে। এ শামুকগুলো আপনার মুখের যে অংশ ছেড়ে এগিয়ে যাচ্ছে সেখানেই আঠালো কিছু একটা পদার্থ চটচট করছে। তাহলে কেমন লাগবে আপনার? গা ঘিনঘিন করবে নিশ্চই!উত্তরটা খুব সহজেই বলে দিতে পারেন ‘না’। কারণ যখন শুনবেন ওই আঠাতেই আপনার যৌবন রহস্য লুকিয়ে রয়েছে। শুনে অবাক হচ্ছেন তো, কিন্তু একথা আমার নয় বিশেষজ্ঞদের। অতএব এখন খানিকটা ভরসা করাই যেতে পারে। এতক্ষণ যা নিয়ে কথা হলো, এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘স্নেইল (শামুক) ফেসিয়াল’। বিদেশি ত্বক চর্চার নানা পদ্ধতির মধ্যে এটিও এখন নাকি বেশ জনপ্রিয়। টোকিওতে এই ফেসিয়াল সাড়া জাগানোর পর এখন পৌঁছে গেছে মার্কিন প্রদেশেও। দাম পড়ছে মুখ পিছু ২৫০ ডলার।যা বাংলাদেশি মুদ্রার হিসেবে ২০ হাজার টাকার মতো।কী এই স্নেইল ফেসিয়াল? আসলে তিনটি শামুক ২০ মিনিট ধরে আপনার মুখের উপর বসিয়ে দেওয়া হবে। শামুকের শ্লেষ্মার স্পশে ত্বকের হারানো চমচ ফিরে আসবে। কারণ বিশেষজ্ঞদের মতে শামুকের শ্লেষ্মায় ত্বকের উপযোগী প্রোটিন, অ্য়ান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়া রয়েছে। যা ত্বকের বলিরেখা কমিয়ে ত্বককে জোয়ান দেখায়। আপনার মুখের ঔজ্জ্বল্য বাড়বে, ত্বক হবে টানটান। লোকের নজরে আপনার বয়স এক ধাক্কায় কমে যাবে প্রায় ৮-১০ বছর।এই অদ্ভুদ ফেসিয়াল পদ্ধতির স্রষ্টা ডিয়ানা গোয়ার প্রখ্যাত চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. সুনীল চোপড়ার সঙ্গে পরামর্শ নিয়ে এবং পেশাদার ‘স্নেইল ফেসিয়ালিস্ট’দের তত্ত্বাবধানে এই ফেসিয়ালটি করা হয়। বিশেষজ্ঞ ফেসিয়ালিস্টরা নজর রাখেন যাতে কোনোভাবে শামুকগুলো চোখে, নাকে বা কানে ঢুকে না যায়।ডিয়ানার কথায় এটা কোনো গল্পকথা নয়, শামুকের শ্লেষ্মা অদ্ভুদভাবে কাজ করে। আর এই শ্লেষ্মা প্রাকৃতিক বলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনাও নেই। ফরাসিরা অনেকসময় প্রযুক্তির ব্যবহারে শামুকের শ্লেষ্মা বের করে তা প্রসাধনীতে মেশান। কিন্তু তার থেকে জ্যান্ত শামুকের শ্লেষ্মার প্রভাব অনেক বেশি।তবে আপাতত বাংলাদেশে এই অদ্ভুদ ফেসিয়ালের প্রচলন শুরু হয়নি। তবে বিদেশে সফল হলে এদেশে আসতে আর কতক্ষণ। ফিস স্পাও তো ধীরে ধীরে সারা দুনিয়া ছড়িয়েছে। এটা নিয়েও প্রথমে নিন্দুকেরা খানিক নাক কুঁচকে ছিলেন, কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে রমরমিয়ে চলছে ফিস স্পা। এবার তাহলে অপেক্ষা কবে আমাদের দেশে আসছে স্নেইল ফেসিয়াল।

ভিডিও লিংক :

 তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৪/শান্ত