বাজেট

৯ লাখ মে. টন খাদ্যশষ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে ধান, গম ও চাল মিলিয়ে মোট ৯ লাখ ৩ হাজার ৪১২ মেট্রিক টন খাদ্যশষ্য মজুদ রয়েছে।

 

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য দিদারুল আলমের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, ‘দেশে ধান, গম ও চাল মিলিয়ে মোট ৯ লাখ ৩ হাজার ৪১২ মেট্রিক টন খাদ্যশষ্য মজুদ রয়েছে। এর মধ্যে ধানের মজুদ রয়েছে ২ লাখ ৫৬ হাজার ২২১ মেট্রিক টন। চালের মজুদ রয়েছে ৩ লাখ ৩৫ হাজার ২১০ মেট্রিক টন। আর গমের মজুদ রয়েছে ৩ লাখ ৪৩ হাজার ২৫৮ মেট্রিক টন।’

 

তিনি আরো বলেন, ‘সরকার স্বল্প ও সীমিত আয়ের জনগোষ্ঠীকে কম দামে খাদ্যপণ্য সরবরাহের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ৫০ লাখ পরিবারকে বছরের কর্মাভাবকালীন ৫ মাস পরিবার প্রতি মাসিক ৩০ কেজি হারে চাল সরবরাহের উদ্যোগ নিয়েছে। বর্তমানে বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। ইউনিয়ন পর্যায়ে তালিকা প্রণয়নের কাজ চলছে। আগামী সেপ্টেম্বর মাস হতে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।’ 

   

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৬/এম এ রহমান/শাহনেওয়াজ