বাজেট

পাবনায় আখচাষিদের মাঠ দিবস

পাবনা প্রতিনিধি : ‘আখের সাথে সাথী ফসলে অর্থ ও স্বাস্থ্য দুই-ই মেলে’ এই স্লোগানকে সামনে রেখে চাষিদেরকে আখ চাষে উদ্বুদ্ধ এবং আখ চাষের আবাদ বাড়ানোর লক্ষ্যে পাবনায় আখচাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পাবনা সুগার মিলস্ লিমিটেডের উদ্যোগে পাবনা সদর উপজেলার রাজাইমণ্ডল এলাকার ইক্ষু ব্লকে শনিবার দুপুরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (সিডিআর) কৃষিবিদ ড. আজিজুর রহমান। পাবনা সুগার মিলসের মহাব্যবস্থাপক (কৃষি) এএম আল ইমরানের সভাপতিত্বে আয়োজিত মাঠ দিবসে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) সায়েদুর রহমান, মিলের আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম মালিথা, শ্রমজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহম্মদ ঈদ, আখচাষি আশরাফুজ্জামান উজ্জল, খলিলুর রহমান খলিল, আনসার আলী ডিলু, শওকত আলী, রেজাউল ইসলাম খান প্রমুখ।মাঠ দিবসে বক্তারা বলেন, পাবনা সুগার মিলে বছরে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন হয়ে থাকে। বর্তমানে এই মিলের আওতায় ৫ হাজার ৯৬৪ একর জমিতে আখ চাষ করা হয়। মিলকে বাঁচিয়ে রাখার জন্য আখের চাষ এবং উৎপাদন আরো বাড়াতে হবে। আধুনিক কলাকৌশলের সঙ্গে আখ চাষ করতে হবে, যাতে আখের ফলন বেশি হয়। এ সময় আখচাষিরা বলেন, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পেলেও ৩ তিন বছর ধরে আখের মূল্য একই রয়েছে। তারা আখের মূল্যবৃদ্ধি, সময় মত আখ নেওয়া, মূল্য পরিশোধ এবং চিনি সাদা করার দাবি জানান।

   

রাইজিংবিডি/পাবনা/১৬ আগস্ট ২০১৪/শাহীন রহমান/রিশিত