বাজেট

কৃষকের ঈদ আনন্দ এবার কুমিল্লায়

ডেস্ক রিপোর্টঢাকা, ৯ জুলাই : টেলিভিশনের জনপ্রিয় ঈদ অনুষ্ঠান চ্যানেল আই-এর কৃষকের ঈদ আনন্দ এবার ধারণ করা হয়েছে কুমিল্লা জেলায়।

মূল খেলাধুলা ধারণ হয়েছে তিতাস উপজেলার কাঠালিয়া নদীর পাড়ে মোহনপুরের প্লাবণভূমিতে।

অন্যান্য বছরের মতোই এবার কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির শেকড় সন্ধান করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

এবার তিনি দর্শকদের সামনে তুলে ধরবেন ময়নামতির বৌদ্ধ বিহার, কুমিল্লার খাদির ইতিহাস ও স্বদেশী আন্দোলনের স্মৃতি, জাতীয় কবি নজরুল ও কালজয়ী শিল্পী শচিন দেব বর্মনের স্মৃতি, কুমিল্লার বার্ড প্রতিষ্ঠার গল্প ও আখতার হামিদ খানের জীবন ও কাজ নিয়ে অজানা সব তথ্য।

এর বাইরে থাকছে কুমিল্লার সমবায় আন্দোলনের অরেক সূর্য সৈনিক র‌্যামন ম্যাগসেইসে জয়ী মোহাম্মদ ইয়াসিনের স্মৃতির গল্প।

সবকিছুকে ছাপিয়ে এদেশে কুমিল্লার আরো বড় একটি অবস্থানকে তুলে এনেছেন শাইখ সিরাজ।

প্রতিবারের মতো এবারও কৃষকের ঈদ আনন্দ-এর পরিবেশ ও পরিবেশনায় বেশখানিকতা ভিন্নতা পাওয়া যাবে। যা দর্শকের জন্য হবে অনেক বেশি চিত্তাকর্ষক ও শ্বাসরুদ্ধকর।

ঈদে ফার্মার্স গেইম শো কৃষকের ঈদ আনন্দের উদ্যোক্তা, পরিকল্পক ও পরিচালক কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, টেলিভিশনে সপ্তাহব্যাপী ঈদ আয়োজনে দেশের গ্রামীন জনগোষ্ঠির অবস্থানকে নিশ্চিত করতেই কৃষকের ঈদ আনন্দের আয়োজন।

 

রাইজিংবিডি/শামটি