ক্যাম্পাস

চীন যাচ্ছেন বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের ১০ শিক্ষার্থী

বাগেরহাট প্রতিনিধি : পূর্ণাঙ্গ স্কলারশিপ নিয়ে চীন যাচ্ছেন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) বাগেরহাটের দশ শিক্ষার্থী। আগামী ৮ অক্টোবর তারা চীনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। ১৫ অক্টোবর জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউটে ক্লাস শুরু করবেন।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. খোরশেদ আলম, মো. সাব্বির হোসেন, মো. ইউসুব আলী, মো. রায়হান উদ্দিন রাফি, লিখন ইসলাম, মো. পিয়াস আহমেদ, মকবুল হোসাইন, আশিকুর ইসলাম, মো. নাইমুজ্জামান ইমরান ও মো. আল আমিন। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ডিপ্লোমা লেভেলে পড়াশুনা করবেন।

সাব্বির হোসেন বলেন, ছোট থেকেই স্বপ্ন ছিল জাহাজে করে পৃথিবী ঘুরব। স্বপ্নপূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে খুব ভালো লাগছে। স্কলারশিপ পেয়ে বিনা খরচে যেতে পারাটা আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

শিক্ষার্থীরা বলেন, পরিবারের সবাই অনেক খুশি যে স্কলারশিপে বাইরে পড়তে যাচ্ছি আমরা। বাংলাদেশে মার্চেন্টশিপ চাহিদার তুলনায় অপ্রতুল। আমরা আমাদের অর্জিত জ্ঞান দেশের মার্চেন্টশিপের উন্নয়নে কাজ করতে পারব।

শিক্ষার্থীরা জানান, প্রিন্সিপ্যাল স্যার ও হাফিজ জামান স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের চীন যাওয়ার স্বপ্নপূরণ হয়েছে। আমরা স্যারদের শিক্ষা আমাদের ভবিষ্যৎ জীবনের চলার পথে কাজ করবে।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী শামীম হোসাইন বলেন, আমরা সব সময় চাই শিক্ষার্থীরা ভালো কিছু করুক। সে অনুযায়ী আমরা শিক্ষার্থীদের সব ধরনের পরামর্শ ও সেবা প্রদান করে থাকি। আমরা চাই ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটের মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন দেশে স্কলারশিপ পাক। সে চেষ্টার অংশ হিসেবে এ বছর আমাদের প্রতিষ্ঠান থেকে ১০ শিক্ষার্থী চীনের জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউটে যাচ্ছে। যা দেশে বিদ্যমান আইএমটিগুলোর মধ্যে সর্বোচ্চ। আশা করি স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা পেশাগত জীবনে ভালো করবে।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাট ছাড়াও দেশের অন্য পাঁচটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি থেকে আরো ২৭ শিক্ষার্থী স্কলারশিপে চীন যাবেন।

 

রাইজিংবিডি/বাগেরহাট/৪ সেপ্টেম্বর ২০১৯/টুটুল/সাইফ