ক্যাম্পাস

বশেমুরবিপ্রবির ভিসির পদত্যাগ দাবিতে ঢাকসাসের প্রতিবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ডেইলি সানের ক্যাম্পাস প্রতিনিধি ফাতিমা তুজ জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও হয়রানি প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)।

বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকা কলেজ শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

বশেমুরবিপ্রবির ভিসিকে হুঁশিয়ারি উচ্চারণ করে ঢাকসাস সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘ক্যাম্পাসে সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। দুর্নীতির সাথে জড়িত কোনো ব্যক্তি বশেমুরবিপ্রবির মত বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে থাকার কোনো নৈতিক অধিকার রাখেন না।’

এ সময় তিনি বশেমুরবিপ্রবির ভিসি অধ্যাপক ড.খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবি করেন।

উল্লেখ্য, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করায় ডেইলি সানের ক্যাম্পাস সাংবাদিক ও ছাত্রী ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করেছিলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আবার তার বহিষ্কারাদেশও প্রত‌্যাহার করা হয়। ঢাকা কলেজ/রায়হান হোসেন/হাকিম মাহি