ক্যাম্পাস

‘পলিটিক্যাল সায়েন্স’ অ্যাপ নিয়ে এসেছে রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘পলিটিক্যাল সায়েন্স আর ইউ’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন তৈরি করেছেন অ্যাপটি।

বৃহস্পতিবার বিভাগটির সেমিনার কক্ষে এই অ্যাপ উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম একরাম উল্যাহ।

অ্যাপটিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরী থেকে সার্চ করে বইয়ের তথ্য জানার সুবিধার পাশাপাশি বিভিন্ন লেখকের লেখা বই ডাউনলোড করার সুযোগ রয়েছে। মূলত শিক্ষাবিষয়ক তথ্য নিয়ে তৈরি করা হয়েছে অ্যাপটি।

এতে বিভাগটির ১ম থেকে ৪র্থ বিভাগের সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের একাডেমিক তথ্য, রক্তের গ্রুপ, সাবেক-বর্তমান চেয়ারম্যানদের যাবতীয় তথ্য, শিক্ষকদের একাডেমিক তথ্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইতিহাস,  রাষ্ট্রবিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন সাইটের লিংক পাওয়া যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম একরাম উল্যাহ বলেন, ‘ইনফরমেশনের উপর ভিত্তি করে অ‌্যাপ তৈরি করা হয়। এই অ্যাপের মাধ্যমে আমরা উপকৃত হতে পারব। এটা আমাদের জন্য অনুকরণীয়। অ্যাপটিকে টিকিয়ে রাখার জন্য ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

এ সময় বিভাগের অন্য শিক্ষকরা বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে এমন কোরনা অ্যাপ নেই। এটা সারা বাংলায় ছড়িয়ে দিতে হবে। যেন এর উপকারীতা সবাই পায়। এটা তৈরি করে সুনাম অর্জন করে থেমে গেলে চলবে না, সুনাম বজায় রাখতে হবে।

এ সময় শিক্ষকদের মধ্যে আরো  বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. এ কে এম মাহমুদুল হক, অধ্যাপক মাহমুদুর রহমান, অধ্যাপক ড. ফারহাত তাসনীম, অধ্যাপক ড. এম আমিনুর রহমান, সহকারী অধ্যাপক এস এম মোখলেসুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালমা খাতুন, তৃতীয় বর্ষের সুমন চক্রবর্তী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. কফিল উদ্দিন আহমেদ, সহযোগী  অধ্যাপক ড. সুলতান মাহমুদ রানাসহ বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।

 

রাবি/মেশকাত মিশু/হাকিম মাহি