ক্যাম্পাস

ভিন্ন নামে বশেমুরবিপ্রবিতে র‌্যাগ ডে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের দুই দিনব্যাপী র‍্যাগ ডে আজ শুরু হয়েছে।

উৎসব চলবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। এবারের র‍্যাগ উৎসবের নামকরণ করা হয়েছে ‘প্রোজ্জ্বল-১৫’।

র‍্যাগ ডে উৎসব আয়োজনে প্রতি বিভাগ থেকে একজন প্রতিনিধি নির্বাচন করে ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটি সদস্য নিয়াজ মাহমুদ জানান, দুই দিনব্যাপী র‍্যাগ ডে উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১০টায় কালার ফেস্টের মাধ্যমে র‍্যাগ ডে উৎসব শুরু হয়েছে। এরপর বিকাল ৩ টায় এক আলোচনা সভা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ড. শাহজাহান। এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী এ উৎসবের প্রধান আকর্ষণ শুক্রবার ‘আর্বোভাইরাস’ ও ‘আভাস’ ব্যান্ডের অংশগ্রহণের জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।

এদিকে, ‘প্রোজ্জ্বল-১৫’ র‍্যাগ ডে উপলক্ষে ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয় চলছে নানা আয়োজন।

 

বশেমুরবিপ্রবি/রাশেদ/হাকিম মাহি