ক্যাম্পাস

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে শহীদ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ইইউবি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে গাবতলীতে ইইউবির স্থায়ী ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মকবুল আহমেদ খান, রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা আ. ফ. ম গোলাম হোসেন, ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অনুষদের পরিচালক ড. ফারজানা আলম। এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য সকল শিক্ষক-শিক্ষার্থীর মাতৃভাষার প্রতি মমত্ববোধে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান। শহীদ দিবস উপলক্ষে শিক্ষার্থীরা দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকা/শান্ত/মাহি