ক্যাম্পাস

গণ বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী

মুজিববর্ষকে সামনে রেখে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথমবারের মতো আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় গবি ফটোগ্রাফিক সোসাইটির (জিবিপিএস) উদ্যোগে এবং গবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহযোগিতায় এ প্রদর্শনী করা হয়।

প্রদর্শনীতে মোট ৩০টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ফটোগ্রাফার রফিকুর রহমান রেকু, সিনিয়র জনসংযোগ অফিসার শারমিন আক্তার এবং ড. স্বপন কুমার।

আলোকচিত্র প্রদর্শনীতে এসে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. দেলোয়ার হোসেন বলেন, ‘আয়োজনটি খুবই মনোমুগ্ধকর হয়েছে। কয়েকটি ছবি আমার খুবই পছন্দ হয়েছে। ছবিগুলোতে শিক্ষার্থীদের অসাধারণ প্রতিভা ফুটে ওঠেছে।’

ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি তাসেন তন্ময় বলেন, ‘শুধু পড়ালেখা বা সার্টিফিকেট দিয়ে মেধার পরিচয় পাওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা, মুক্ত চিন্তা এবং মেধা বিকাশে ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

স্মার্টফোন ও ডিএসএলআর ক্যাটাগরিতে সেরা ১৫টি বিজয়ী ও ১৫টি রানারআপ ছবি বাছাই করা হয়েছে। শেষে বিজয়ীদের ক্রেস্ট এবং সনদপত্র দেওয়া হয়। গবি/রাকিবুল/মাহি