ক্যাম্পাস

আজ তাঁদের বিদায়ের দিন

আজ তাঁদের বিদায়ের দিন। কিন্তু মুখে হাসি। তাঁরা বিদায়কে আনন্দ দিয়ে সারাজীবন স্মৃতিতে ধরে রাখতে চান।  বলছি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের ১১তম ব্যাচের বিদায় অনুষ্ঠানের কথা।

‘পঞ্চকাহন’ শিরোনামে এ বিভাগের আজ বিদায় অনুষ্ঠান হয়েছে।

‘পুলকিত হোক সংক্রান্তির মঞ্চ, হৃদয়ে ভালোবাসার পঞ্চ’ এই প্রতিপাদ্যে তাঁদের এ অনুষ্ঠান হয়।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান রুহুল কবির।

এর আগে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. দিদার-উল-আলম বিদায়ী শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক ও তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন।

উপাচার্যকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও  বিদায়ী শিক্ষার্থীদের  মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।  অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোবিপ্রবি/হাকিম মাহি