ক্যাম্পাস

তিতুমীর কলেজে বেসিক সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির বেসিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দৈনিক বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার।

সকাল ৯টায় শুরু হওয়া কর্মশালা চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে অংশ নেয় তিতুমীর কলেজের পড়ুয়া বিভিন্ন বিভাগের অন্তত ৩০০ শিক্ষার্থী।

শাহজাহান সরদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা সাংবাদিকতা করতে চান তাদের লেগে থাকতে হবে। ধৈর্য ধরতে হবে। সাংবাদিকতা করতে হলে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। সঠিকভাবে সঠিক তথ্য তুলে ধরতে হবে।’

করোনার ভাইরাস উদাহরণ তুলে তিনি বলেন, ‘এখন বিশ্বব্যাপী করোনার যে প্রভাব নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রেও সাংবাদিকদের অনেক বুঝে-শুনে করতে হয়। ঘটনা যেমন, সেভাবেই তুলে ধরতে হবে। সময় মতো সব কাজ করাও ভালো।’

এ সময় অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন বলেন, ‘আগামী দিনে যারা সাংবাদিকতা করতে চায়, তাদের প্রতি আমার শুভকামনা থাকবে। পাশাপাশি সত্য সংবাদ প্রচার এবং মিথ্যা সংবাদ প্রচার না করার বিষয়টিও শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। যারা তিতুমীর কলেজের সাংবাদিকতা করে বা করতে চায়, তাদের সব ধরনের সহযোগিতা করব আমরা।’

কর্মশালার প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের প্রভাষক মনিরা পারভীন, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মঈনুল আহসান, বিডিনিউজ টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার ওবায়দুর মাসুম, যুগান্তরের সহ-সম্পাদক যাকারিয়া ইবনে ইউসুফ। তারা সাংবাদিকতা ও উপস্থাপনার নানা বিষয়ে ক্লাস নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কর্মশালার সনদ তুলে দেন অতিথিরা।

সংগঠনের সভাপতি শামিম হোসেন শিশিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতায় পথচলা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

শুক্রবারের এ কর্মশালায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, এশিয়ান টিভির হেড অব প্রডিউসার রফিকুল ইসলাম, এশিয়ান টিভির যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল, চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র ক্রাইম রিপোর্টার শাহরিয়ার আরিফৎ।

এছাড়াও সময় টিভির সিনিয়র সানবির রুপল, সময় জার্নালের সাংবাদিক মিম মাহমুদ, সময় জার্নালের চিফ রিপোর্টার ইলিয়াস হোসেন, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল। ঢাকা/নাজমুল/মাহি