ক্যাম্পাস

‘নারীকে কোনো দিবসে ফেলা যায় না’

নারীকে কোনো দিবসের মধ্যে ফেলা যায় না। নারী-পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, হতে পারে না। বিশ্বের সামগ্রিক অগ্রগতিতে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকাও যথেষ্ট।

রোববার দুপুরে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতীক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

বক্তারা বলেন, পরিবারই একজন নারীকে ক্ষমতার আসনে বসিয়ে দিতে পারে। পরিবারের সমর্থন থাকলে অন্য কোনো কিছুর দরকার পড়ে না। বর্তমানে মেয়েরা ক্রিকেট, ফুটবল খেলছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে; সবটা পরিবারের সমর্থন থাকায় সম্ভব হচ্ছে। পরিবার ইতিবাচক থাকলে সমাজে হাজার সমস্যা অতিক্রম করেও লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

দিবস উপলক্ষে সকালে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল গণ বিশ্ববিদ্যালয় সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার। গবি/অনিক/মাহি