ক্যাম্পাস

হাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস অভিযান

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিষ্কার করেছে ‘সোসাইটি অব এনভায়রনমেন্ট’ সংগঠনের সদস্যরা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সম্মুখভাগ পরিচ্ছন্ন করার মাধ্যমে কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের সংগঠনটি আত্মপ্রকাশ করে।

এতে কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শোয়াইবুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি থেকে ক্যাম্পাস পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।

বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. সফিকুল বারী, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলার অতিরিক্ত পরিচালক মিজানুর রহমান।

ইমরান পারভেজ বলেন, ‘আমাদের সচেতনতাই পারে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে। আমরা যদি সচেতন হই তাহলে ক্যাম্পাস এমনিতেই পরিচ্ছন্ন থাকবে, আর যদি নিজেরা সচেতন না হই তাহলে এই পরিচ্ছন্নতা অভিযানের কোনো মূল্য নেই।’

শোয়াইবুর রহমান বলেন, ‘ক্লিন ক্যাম্পাসের মাধ্যমে সচেতনতা তৈরি করা ছাড়াও আমরা এই সংগঠনকে জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনের সাথে যুক্ত করে বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও ক্যাম্পেইন করার মাধ্যমে পরিবেশ সচেতনতা তৈরিতে কাজ করে যাব। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ এপ্রিল আমাদের বিশ্ববিদ্যালয়ে সোসাইটি অব এনভায়রনমেন্ট এবং পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে একটি পরিবেশ বিষয়ক অলিম্পিয়াড করতে যাচ্ছি।’

উল্লেখ্য, সোসাইটি অব এনভায়রনমেন্টের সাথে এই ক্লিন ক্যাম্পাসের অভিযানে প্রায় অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। হাবিপ্রবি/সোয়াদ/মাহি